রূপসী বাংলার প্রচ্ছদে আজ মরিচা ধরেছে!
সবুজে ঘেরা গ্রাম যেন জৌলুস হারিয়েছে!
যেদিকে তাকাই সেদিকে দেখি প্রকৃতির সাজানো
অশান্ত তটিনীর বুক খাঁ খাঁ করে,
নেই হংস হংসীর নীলিমা প্রেম।
কপোত কপোতী নীড় হারায়ে,
দিক ভুলে অট্টালিকার কার্নিশে
একা বসে সঙ্গীর খোঁজে।
দিগন্ত জুড়ে খেলার মাঠ, পশুদের চারণভূমি
বারমাসি ফসলের দখলে।
অরণ্য হারিয়ে পাখিরা বিলীন প্রায়!
দেশপ্রেমের নামে চলছে শুধুই উপহাস।
লজ্জিত সাজে সবুজ গালিচার শীতল মাটিতে,
রঙিন কংক্রিট নির্ভীক দাঁড়িয়ে উল্লাস করে।
সাগরের আগ্রাসনে প্রতিনিয়ত ভিটামাটি ছাড়া হয় লাখো পরিবার।
সময় এসেছে পরিবেশ রক্ষার, জাগ্রত হোক মানবিক বোধ।