অনেক কিছুই হারিয়ে যায়
যেমন হারিয়ে যায় শৈশবের লাল ফড়িংয়ের দিন
কৈশোরের ডাংগুলি দুপুর
তারুণ্যের হিজল বনের গান
ছলছলে একটা নদীর নৈমিত্তিক জোয়ার ভাটাও
একদিন থেমে যায়; মরে যায় নদী।
অনেক কিছুই হারিয়ে যায়
এই যেমন- শৈশবের সেই টুকটুকে লাল জামার স্বপ্ন
উড়াল পাখি হওয়ার সুতীব্র ইচ্ছে
মেঘে মেঘে ভেসে বেড়ানোর উদোম আকাশ।
হারিয়ে যায় উচ্ছ্বল বন্ধু-আড্ডা, প্রিয়জন;
কথা দেয়া সেই মানুষও একদিন উধাও হয়ে যায়।
আদতে শেষ অব্দি কোনো কিছুই থাকে না
পূর্ণ হতে গিয়ে ঘাটে ঘাটে শূন্য হওয়ার নামই জীবন!