সুপ্রভাত সিডনি রিপোর্ট: বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়া একটি বিশেষ প্রকল্প “Share a Meal” চালু করেছে, যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মূলত ইউরোপের প্রায় প্রতিটি দেশে ঘরবাড়ী বিহীন ছেলেমেয়েদের জন্য এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়, এবং এটি অস্ট্রেলিয়াতে প্রথম শুরু হয় বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার মাধ্যমে।
এ প্রকল্পের আওতায় আপনি খাবার কিংবা জনপ্রতি খাবারের তুলনায় অর্থ দান করতে পারেন স্টার বিরিয়ানি, রকডেল (23-25 Frederick St, Rockdale NSW 2216, ফোন: (02) 8021 3786)।
সাম্প্রতিক সময়ে, সুপ্রভাত সিডনি, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা, ৪০ জনের খাবার দান করে এই মহতী উদ্যোগে শরিক হয়েছে এবং সকলকে এতে অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে।