-কায়সার আহমেদ: সিডনীর সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্বেলটাউন, এবি স্ট্রিট লাইব্রেরি ও মাল্টিকালচারাল কমিউনিটি কানেক্ট এর যৌথ উদ্যোগে গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার বাংলাদেশী অধ্যুষিত কেম্বেলটাউন কাউন্সিল এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপলক্ষে করে বইমেলার আয়োজন করা হয়। এতে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ অংশ গ্রহণ করেন। বিভিন্ন সংগঠন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন এবং ব্যক্তিবর্গের অংশগ্রহণে প্রভাত ফেরির করে প্রস্তাবিত স্মৃতি সৌধে ফুল অর্পণ করে বইমেলার সূচনা করা হয়। বইমেলা কমিটির আহ্বায়ক ড. রফিকুল ইসলাম দুপুরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনী ঘোষণা করেন। এরপর ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লাউন্ড বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বইমেলার যৌথ আহ্বায়ক কায়সার আহমেদ ক্যাম্পবেলটাউনে প্রস্তাবিত আন্তর্জাতিক ভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের মন্ত্রী এনওয়াক চ্যান্টিভং এমপি, পানজেরী প্রকাশনীর কর্ণধার কামরুল ইসলাম শায়ক, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর এশ রহমান, কাউন্সিলর এলিজা আজাদ টুম্পা। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার ব্যক্তিবর্গও এই আয়োজনে উপস্থিত ছিলেন। এবারের বইমেলায় কায়সার আহমেদের সম্পাদনায় “ধারা” নামে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। শফিকুল আলমের অসাধারণ সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠেছিলো ।
দ্বিতীয় পর্বে “আমাদের পৃথিবী, আমাদের ভাষা” শীর্ষক একটি লেখক-পাঠক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় এবং এ পর্বের সঞ্চালনার দায়িত্বে ছিলেন কামাল পাশা। বিভিন্ন দেশের খ্যাতনামা লেখকরা এই আলোচনায় অংশ নেন এবং উপস্থিত দর্শকদের সাথে মূল্যবান আলোচনা করেন। একই সময়ে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সকল শিশুকে প্রশংসাপত্র ও পদক প্রদান করা হয়।
ড. শাফিন রাশেদ এর পরিচালনায় সব শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেন। দীর্ঘদিন যাবত ক্যাম্বেলটাউন এলাকায় মাতৃভাষা স্মৃতিসৌধ স্থাপন করার জন্যে কাউন্সিল অনুমোদনের অপেক্ষায় থাকলেও, সংগঠকরা এবারই প্রথম আর্কিটেক্ট ভিউ ডি কর্তৃক ডিজাইকৃত প্রস্তাবিত সৌধটি জন সম্মুখে মিনিয়াচার মডেল করে তুলে ধরা হয়। এক্ষেত্রে কানিতা হিউমেনিটিফার্স্ট স্কেল মডেলার মডেলটি নিখুতভাবে প্রস্তুত করে তাদের দায়িত্ব পালন করেন।
আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় যে, আগামী বছর ১৪ ফেব্রুয়ারি তারিখে বইয়ের ভালোবাসায় ক্যাম্পবেলটাউনে পরবর্তী বইমেলার আয়োজন করা হবে। সময় ও স্থান পরবর্তীতে ঘোষণা করা হবে। এই বইমেলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।