পরিণতি : তুহীন বিশ্বাস

কষ্টের ফেরিওয়ালার কাছ থেকে সবটুকু কষ্ট কিনে নিয়েছিলাম বহুকাল আগেই;

স্বযত্নে লালন করছি নিত্যদিন অন্তরে অন্দরের স্বপ্নদরজা খুলে,

অংশীদারত্বের অস্তিত্বহীনতায় নিয়ন্ত্রণহীন কান্নার বসতি গড়েছি অন্তরালে,

তাইতো আমি আর মৃত্যু কাছাকাছি পাশাপাশি হাঁটছি অনন্তকাল।

দুঃখগুলো সঙ্গী করে বরণ করেছি ভাগ্যের নির্মম নিষ্ঠুরতা

অন্ধকারে হেরে যাই বারংবার তাই সূর্যোদয় খুঁজি না আর,

ভুলে গেছি আলোর সাথে কোনো একদিন সম্পর্কের কথা

একাকীত্বের গ্রাসে নিপাতিত জীবন পরিণতির প্রহর খোঁজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *