স্বাধীনতা তুমি শহীদ জিয়ার ঘোষণা-
স্বাধীনতা তুমি গণতন্ত্রের জন্য বেগম জিয়ার আপষহীন ভূমিকা
স্বাধীনতা তুমি তারেক রহমানের ৩৬ জুলাইয়ের সঠিক নেতৃত্ব।
স্বাধীনতা তুমি ইলিয়াস আলীর ছোট্ট মেয়ের অশ্রুসিক্ত জল-
স্বাধীনতা তুমি ভোটকেন্দ্রে কুকুরের উচ্ছ্বাস
স্বাধীনতা তুমি আবু সাঈদের তাজা রক্তের বিনিময়।
স্বাধীনতা তুমি জুলাই ৩৬শের গুমোট দিনগুলি-
স্বাধীনতা তুমি ২৪এ ছাত্র-জনতার নতুন বাংলাদেশের গড়ার স্বপ্ন
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।