দারুসসালাম কবরস্থান প্রকল্প

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট: সিডনিতে একদল ধর্মপ্রাণ মুসলমান সবার জন্য কবরস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে ১২০ বিঘা জমির উপর একটি বৃহৎ কবরস্থান প্রকল্প হাতে নিয়েছেন। উদ্যোক্তারা ইতিমধ্যে বিভিন্ন এলাকার মানুষের সাথে যোগাযোগ শুরু করেছেন অর্থনৈতিক সহায়তা সংগ্রহের জন্য।

গত ১ মে ২০২৫, প্রকল্পের দ্বিতীয় কিস্তি রকডেলের ওয়েস্টপ্যাক ব্যাংকে পরিশোধ করা হয়েছে। তবে এখনও প্রায় ৯ মিলিয়ন ডলার পরিশোধ বাকি রয়েছে। তাই এ মহৎ উদ্যোগ সফল করতে সকলের উদার সহযোগিতা কামনা করা হচ্ছে।

অর্থ সহায়তার জন্য নিচের একাউন্টে যোগাযোগ করুন:

DARUSSALAM WELFARE CENTRE LIMITED

BSB: 032 057

Account Number: 485 527

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *