মায়ের ভালোবাসা হল
স্বর্গ সুখের মতো,
নিঃস্বার্থ পুষ্প বিলায়
ন্যায়ের পথে যত।
মা হলো গর্ভফুল
সুভাষ ছড়ায় ঘ্রাণে,
মা হলো বিশ্বজননী
যন্ত্রণা সয় প্রাণে।
মা হলো জান্নাতের ঘর
পরপারে সিঁড়ি,
মা জননী শত্রুর কাছে
জ্বলন্ত অগ্নিগিরি।
মা জননী বিচক্ষণশীল
মায়ের ধৈর্য দ্বিগুণ,
মা বিনা এই জগতে
জ্বলে তুষের আগুন।
মায়ের মুখ দেখলে পরে
স্পন্দন জাগে,
মা হলো স্রোত নদী
বুক পেতে দেয় আগে।