ভালো থেকো আকাশ মুক্ত খোলা বাতাস,
পথহারা নদী বয়ে চলা উত্তাল ঢেউ নিরবধি।
ভালো থেকো সবুজে ঘেরা অরন্য
ধান ক্ষেত আর পাট শাক,
আঁকাবাকা ধুলোয় উড়ানো মেঠো পথ
সাথে ফুল পাখি পাহাড় সমুদ্র।
ভালো থেকো ডোবা পুকুর শেওলা- কচুরিপানা,
বাপ দাদার ভিটেমাটি খেলার মাঠ খড়ের পালা।
ভালো থেকো কোলাহলে ভরা হাট-বাজার
মিষ্টি রোদে ভরা এক ফালি উঠোন,
কি যে মায়া লাগে তাকালেই
গাছপালা আর সূর্য চাঁদের ভূবন।