বাবা তুমি মহাসাগর
তুমি মাথার ছাতা,
পঙ্গু এই সমাজে বাবা
তুমি জীবন খাতা।
বাবা তুমি আঁধার ঘরে
কুপিবাতির আলো,
তোমার দেয়া চলতে পথে
হয় না কখনো কালো।
বাবা তুমি চাঁদের আলো
তুমি আমার তারা,
তোমায় নিয়ে গর্ব বুকে
আমার জগৎ পাড়া।
বাবা তুমি শ্রেষ্ঠ বাবা
শেষ হবেনা বলে,
তোমার শিক্ষায় দীক্ষা নিয়ে
জীবন যুদ্ধ চলে।
বাবা তুমি পথের দিশা
জাগ্ৰত এই বুকে,
তোমার ছায়া আমার মাঝে
মিথ্যাকে দেয় রুখে।