আম কাঁঠালের ঘ্রাণ: এম. আবু বকর সিদ্দিক

জ্যৈষ্ঠ এলো ঘরে ঘরে

আম কাঠালের ঘ্রাণ,

বল বাড়াতে ফল খেয়ে নাও

ফলই খাদ‍্য প্রাণ।

রূপালী আর হিমসাগরে

কেড়ে নিলো মন,

ন্যাংড়া আমের আপ‍্যায়নে

আপ্লুত স্বজন ৷

কালো জামের স্নিগ্ধ রঙে

মুগ্ধ করে আখি,

জ‍্যৈষ্ঠ এলে ফল বাগানে

আসর জমায় পাখি।

ফুলে ফলে সুশোভিত

আমার প্রিয় দেশ,

মহান রবের নেয়ামতের

নেইযে কোন শেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *