জ্যামিতিক রেখা: সারমিন চৌধুরী

সূর্যের আলো ম্লান হয়ে যাচ্ছে
মত্তহস্তীর মতই তেড়ে আসে অন্ধকার
গ্ল্যাডিওলাসের সুঘ্রাণে বিমোহিত হচ্ছে মন!
চোখের পারদে দেখি অপেক্ষার নতুন ভোর।
শতাব্দী ধরে বুক বয়ে বেড়াচ্ছে যে গ্লানির ভার
কেউ কি শুনেছে কভু বিশীর্ণ সেই হাহাকার?
নিঃসঙ্গতা করতো চপেটাঘাত নির্ঘুম রাত্রিতে
ভেজা চোখের তরঙ্গে ভাসতো চেনা অবয়ব।
মুছেনি বেলোয়ারি চুম্বনের সেই প্রগাঢ় ক্ষত;
জীবন যাকে জ্যামিতিক রেখায় মেলাতে চেয়েছে
উপপাদ্যের জটিল সূত্রকে মগজে আত্মস্থ করে
কিন্তু মন আর মস্তিষ্কের দূরত্ব ছিল গগন সমান।
তবুও অনিবার স্রোতে ভেসে আসে প্রণয়ী প্রেম
মেটাতে চাই অতৃপ্ত পিপাসা পৌরাণিক হৃদয়ের।

চেনা উষ্ণ ডাকে মোমের মত গলে অবাধ্য মন
মেতে উঠে এক মহাজাগতিক আনন্দ উল্লাসে।
হঠাৎ অতীতের জীর্ণ দুঃস্বপ্নেরা ধাওয়া করতেই
উতরালো বুকে ঢেউ খেলে দীর্ঘশ্বাসের গরল,
তখনই মন কেন্দ্র থেকে সমদূরবর্তী হয় প্রেম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *