সুপ্রভাত সিডনি রিপোর্ট: প্রবাসী রেমিয়ানদের বার্ষিক আয়োজন “রেমিয়ানস অস্ট্রেলিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫” আগামী ২ অগস্ট থেকে শুরু হবে। মাসব্যাপী উৎসবের মধ্য দিয়ে উদযাপন করা হবে।
ব্যস্ত নগরজীবনে রেমিয়ান সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করে নতুন প্রজন্মের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং ঐক্যবদ্ধ কমিউনিটি গঠন করা এই আয়োজনের অন্যতম মূল লক্ষ্য। কেবল ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং প্রবাসজীবনে এটি প্রশান্তি, প্রাণবন্ততা ও সামাজিক বন্ধনের এক অনন্য মঞ্চ হিসেবে বিবেচিত। এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন ক্যারাম, দাবা, লুডু, ডার্টস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেটসহ আরও অনেক খেলায়। এছাড়াও উৎসবের সমাপনী অনুষ্ঠান জমজমাট ফুটবল ম্যাচের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি সকল সদস্যদের অংশগ্রহণের আগ্রহ জানাতে Expression of Interest (EOI) ফর্ম চালু করেছে। যদি প্রিয় কোনো খেলা তালিকায় না পাওয়া যায়, তাহলে “Other” অপশন ব্যবহার করে সেই খেলার নাম উল্লেখ করার সুযোগ রয়েছে। পর্যাপ্ত আগ্রহ থাকলে অতিরিক্ত খেলা যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।
উৎসবের বিস্তারিত তথ্য ও সর্বশেষ আপডেটের জন্য যোগাযোগ করুন:
Facebook: facebook.com/RemiansAustralia/