আদিম যুগের সভ্যতা যে
চলছে দেশে দেশে,
জাহিলিয়াতের বর্বরতা
যাচ্ছে সবাই ভেসে।
উপাসনায় রক্তে ভাসে
ধর্ষক গেছে মিশে!
শরীয়াতের আলো নিভে
পাথর মেরে পিষে।
মানুষ মারে মশার মতো
লাশ যে মৃত ভাসে,
সন্তানেররা পিতা-মাতার
জীবন নিয়ে হাসে।
দালাল চক্র দখলবাজি
রমরমা খায় ঘুষ!
জ্বীন, শয়তান, দাজ্জাল থেকে
ভয়ংকর মানুষ।
আদিম যুগের এআই আমি
চিন্তায় মনসী,
পথভ্রষ্ট অন্তর ময়লা
ধর্মতন্ত্র কি?