আকাশে জমে উঠেছে কালো মেঘ,
কদম গাছে থমকে বৃষ্টির ঢেউ।
দিগন্তে ঝুলে মনখারাপের সুর,
ধানখেতে নেমে আসে জলরাশি।
তুমি ছিলে এমন এক সকালে,
হাতে ছিল ছাতাহীন কবিতা।
ভিজে পাখির চোখে পড়েছিলে,
আমিও কেঁদেছিলাম গোপনে।
সেই থেকে শ্রাবণ এলেই জানি,
ভিজে যাও তুমি মেঘের মতো।
আমার ছায়া হয় তোমার স্পর্শে,
বৃষ্টি থেমে যায় নিঃশব্দ চুপে।