নাগরিক কবিতা : আইনাল হক   

বৃষ্টিস্নাত বৈদ্যুতিক খুঁটির গা বেয়ে নামে সভ্যতার বিলাপ
একে একে হারিয়ে যায় অনুরক্ত দিন
কেবল বিদগ্ধ স্মৃতিরা খেলা করে সুনিবিড় ছায়াতলে
পাটাতনে বসে দোল খায় ভাবনার জগৎ
রোদ-বৃষ্টির সন্ধিক্ষণে উঁকি মারে বহুজাতিক প্রেম
রঙিন মোড়কে ফেরি চলে বিগত জনরোষের ফিরিস্তি
সস্তা চেতনা মুখথুবড়ে পড়ে থাকে গণতন্ত্রের খানাখন্দে
হা-হুতাশে ছন্দবদ্ধ হয় নাগরিক কবিতা,
তখন অকবিরাও কবি হয়ে ওঠার দিবাস্বপ্ন দ্যাখে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *