প্রেম চুপিসারে এসেছিল এক সুখ বার্তা নিয়ে
খালি পাত্রে আনন্দের ঝড় তুলতে,
ঝড় তোলার আগেই বেরিয়ে এল বিষাক্ত জল
জলের প্রখর রঙ দেখে বিষ্ময়াবিষ্ট
এ যেন প্রণয় নয় বিদ্বেষ!
গোপন থাকেনি কিছু থলের বিড়াল বেরিয়ে এল
ভালোবাসা নামের হৃদয় ভাঙার এক দুর্দান্ত মিস্ত্রি
ভঙ্গুর প্রেম নিয়ে দাঁড়াতে এসেছিল সামনে
টের পেয়ে চলে গেল দুরন্ত গতিতে
ডানা মেলে উড়াল পাখি মত।
ওরা কখন কোন ডালে বসে, বুঝে উঠা বড় কঠিন
রসালো ফলের মত মিষ্টি আচরণ,
সোহাগ আর চুমুতে চুম্বকের মত পারদর্শী
অতি সহজে বিশ্বাসের মাঝে বিস্তার স্থাপন করে
তাই তো ঝরে পড়ে প্রেম নামের পবিত্র বন্ধন।