একজনমে তোমায় দেখে ভরবে না নয়ন,
তোমায় যেন পাশে পাই বন্ধু দুই জীবন।
ছায়ার মত থেকো বন্ধু থেকো আমার সাথে,
এক বিন্দু হইও না আড়াল দিবস কিংবা রাতে।
আমার যত ভালোর মাঝে তোমায় যেন পাই,
মরণ কালেও থেকো বন্ধু আর কিছু না চাই।
ঐ জনমে যদি মেলে স্বর্গ-সুখের বাসা,
হেথায় বন্ধু থেকো কাছে এটাই মনের আশা।