জীবন যেন চক্র বৃত্তের জটিল ধাঁধা
আটকে গিয়ে হাঁপিয়ে ওঠে প্রাণ,
বন্দিশালার শেকল ভেঙে ইচ্ছে করে
মুক্ত সুরে গাই সবুজের নব গান।
আলেয়ার আলো মেঘে ডুবে যেতেই
অন্ধকারের আধিপত্য শুরু হয়,
সংগ্রামী মন লড়াই করে সাহস নিয়ে
জানে পরিশেষে হবে সত্যের জয়।
সবুজের খুঁজে চলতে গিয়ে কাঁটাতার
রক্তাক্ত হচ্ছে মাটির শরীর পথে,
হার না মানা প্রত্যয়ী মন থাকে সচল
অবিরাম চলে তবুও ন্যায়ের রথে।
রংধুর সাতরঙ যেন বিবর্ণতায় ঢাকে
অরসিক ছাঁইরঙে হৃদয় হয় ধূসর,
বসন্তের অপেক্ষায় সহ্য করি আঘাত
একদিন ফুলেতে সাজবে চরাচর।