সুপ্রভাত সিডনি রিপোর্ট: অস্ট্রেলিয়ায় প্রবাসী ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (DCAAA) ইনকর্পোরেটেড ২০২৩ সালে ‘নট-ফর-প্রফিট’ সংস্থা হিসেবে নিবন্ধনের পর, ২০২৫ সালের শুরুতে তাদের প্রথম বার্ষিক সাধারণ সভা (AGM) আয়োজন করে। এই আয়োজনকে সংগঠনের পথচলার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
“অ্যালামনাই ক্ষমতায়ন, ভবিষ্যৎ সমৃদ্ধকরণ”এই মূলমন্ত্রকে সামনে রেখে DCAAA অস্ট্রেলিয়ায় অবস্থানরত ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করা, পেশাগত উৎকর্ষে উৎসাহ দেওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সভা সূচনা হয় Acknowledgement of Country-এর মাধ্যমে, যার মাধ্যমে অস্ট্রেলিয়ার আদি বাসিন্দাদের প্রতি সম্মান জানানো হয়। এরপর জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এবং ফিলিস্তিনে চলমান নির্যাতনের প্রতিবাদে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে DCAAA এর বহুসাংস্কৃতিক ও বৈচিত্র্যনির্ভর মূল্যবোধের প্রতিফলন ঘটে।
DCAAA-এর প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “আমরা শুধু একটি অ্যালামনাই সংগঠন গড়ে তুলি নাই; আমরা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করছি, যা আজীবন বন্ধনের পাশাপাশি পেশাগত উন্নয়ন এবং সামাজিক অবদানকে উৎসাহিত করে।”
সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তাঁর বার্ষিক প্রতিবেদনে ২০২৩ সালের জুলাইয়ে অনুষ্ঠিত প্রথম পুনর্মিলনী ও ২০২৫ সালের মার্চে সফলভাবে আয়োজিত ইফতার মাহফিলের কথা উল্লেখ করেন। পাশাপাশি কোষাধ্যক্ষ রুবইয়া তানভির এর পক্ষে আর্থিক প্রতিবেদন পেশ করে সদস্য ফি, ব্যাংক হিসাব ও বাজেট পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
সহ-সভাপতি নিয়ামুল খান সংগঠনের অতীত কার্যক্রম, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। তিনি কমিউনিটি ইনভলভমেন্ট, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
সভায় ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটির ঘোষণা এবং অফিসিয়াল ব্যাজ হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি: আরিফ ইসলাম, সহ-সভাপতি: নিয়ামুল খান, সাধারণ সম্পাদক: মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ: রুবইয়া তানভির, দপ্তর সম্পাদক: ফকির আকরাম, সাংগঠনিক ও সমাজসেবা সম্পাদক: মোঃ শাহরিয়ার, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক: কামরুল হাসান, সাংস্কৃতিক ও জনসংযোগ সম্পাদক: সাজেন ফেরদৌস, আইন বিষয়ক সম্পাদক: মুস্তাফিজ রহমান, ক্রীড়া সম্পাদক: মোঃ আতিকুর রহমান।
নবনির্বাচিত নেতারা সংগঠনের ধারাবাহিকতা বজায় রেখে DCAAA-কে আরও সক্রিয়, অন্তর্ভুক্তিমূলক এবং ফলপ্রসূ অ্যালামনাই সংগঠনে রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক সহমর্মিতার ভিত্তিতে DCAAA এখন অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটি শক্তিশালী ও সচল অ্যালামনাই প্ল্যাটফর্ম হয়ে উঠছে, যা ঢাকা কলেজের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করছে বহুজাতিক সমাজের পরিমণ্ডলে।