পীচঢালা এই পথ ভালোবেসেছি,
তারই টানে দূর থেকে কাছে এসেছি।
সুনীল আকাশের নিচে অবারিত মাঠ,
কাজলা দীঘির পাড়ে শান বাধা ঘাট।
ধুঁ ধুঁ মরূভুমি, নীল সাগরের ঢেউ,
আঁকাবাঁকা মেঠো পথে হেঁটেছো কি কেউ?
পাঁপিয়ার কলতান, কখনো কোকিলের গান,
রাখালের বাঁশি শুনে করে মন আনচান।
বয়ে যাওয়া নদীবুকে চলে খেয়াতরী,
তেপান্তরের মাঠে ডানা মেলে পরী।
আঁকাবাঁকা টিলা, উঁচু পর্বতমালা,
প্রকৃতি যেন সাজিয়ে এনেছে ডালা।
লাল-নীল দিগন্তের ঐ নীলিমায়,
যেতে চাই হারিয়ে সে দূর সীমানায়।
নিশীতে খাগড়াবনে বুনো হাঁস ডাকে,
তাই শুনে মন হাতছানী দেয় তাকে।
আরো কত সম্পদে ভরপুর এ ধরা,
কার হাতে হলো এই সবকিছু গড়া?
কার দ্বারা বেঁচে আছে এই দু’জাহান?
এই সবই হলো সেই বিধাতার দান।