চারিদিকে কাটাকাটি, হত্যা শত গুম
জনমনে শঙ্কা চোখেতে নেই ঘুম।
ভাঙছে, পুড়ছে, কাড়ছে জানটা,
হাত নেই, মাথা নেই ঝুলছে ঠ্যাংটা।
লুটপাট, হত্যা ভাঙছে গাড়ি- বাড়ি
কান্নার শব্দে বাতাসটা আরো ভারী।
ক্ষমতার কাড়াকাড়ি দেশটা হলো শেষ,
জনগণ ভোগ করে ত্রাসের ঐ রেষ।
কে আসল কে নকল চেনা আজ বড় দায়
ক্ষমতা, টাকা কড়ি সকলেরই চায় চায়।
রক্তের হোলি খেলে মা’র বুক করে খালি,
লাশের বুকে উঠে খুশিতে মারে তালি।
স্বাধীনের পতাকাটা কলঙ্কে উড়ছে
মৃত্যুর ছোবলে জনগণ পুড়ছে।
সন্ত্রাস করলে সোনার এই মাটিতে,
হবে না তো জায়গা বাংলার ঘাঁটিতে।
তোমার আমার নয় তো দেশটা সকলের
শক্তির দম্ভে হবে না তো দখলের।
দেশটা নিয়ে আর করলে বাড়াবাড়ি,
চলে যাবে দেশ ছেড়ে যত পারো তাড়াতাড়ি।