সুন্দর একটা প্রেমের ফ্রেম চাই
যেখানে থাকবেনা অশ্লীলতা
থাকবেনা বেহায়াপনা,
একে অপরের নেই কোন প্রতিযোগী।
সুন্দর একটা সকাল চাই
মিলে মিশে থাকবো ভাই
স্নায়ুবিক দূর্বলতা কাটিয়ে
মুক্ত হাওয়ায় ঘুরবো সবাই।
সুন্দর একটা প্রেমের ফ্রেম চাই
যে সার্কেলে নিরংকুশ ভালোবাসার
গদ্য পদ্যের ছন্দের মিলন থাকবে
সেই প্রেমের কবিরা আনন্দ করবে সবাই।
সেখানে থাকবেনা অহমিকা
নিজেকে ভাব্বেনা বড় কিছুই
ভালোবাসা রাঙাবে, হাতে হাত মিলিয়ে
লিখে যাবে প্রেমের কবিতা, ভালোবাসা জাগাতেই।
এমন প্রেম এমন ফ্রেমে এসো মিলি আজ
যুগে যুগে জীবনের জয়গান গেয়ে যাবো
আমরা সবাই
এমন একটা প্রেমের ফ্রেম চাই।