এমন তো কথা ছিলো না মৃন্ময়ী
মুষলধারে বৃষ্টি হবে আর তুমি একা একা ভিজবে
বৃষ্টির পানিতে গা ভাসিয়ে হারিয়ে যাবে
অজেনা এক সুখের রাজ্যে
এমন তো কথা ছিলো না।
একা একা ব্যালকনিতে বসে শীতের ভোরের সূর্যদয়
দেখতে দেখতে সকালের মিষ্টি রোদ
গায়ে মেখে নিজেকে সতেজ রাখা
এমন তো কথা ছিলো না।
দুপুরে খাবার টেবিলে রান্নার বাহারী স্বাদগুলো
একা একা মনের তৃপ্তি নিয়ে গ্রহণ করবে
আর দূর থেকে আমি আপসোস করে যাবো
এমন তো কথা ছিলো না মৃন্ময়ী।
কথা ছিলো সব কিছু দুজন এক সাথে উপভোগ করবো
আর তুমি কিনা আমাকে ছাড়াই
সব কিছু সামলে নিয়েছো নিজের মনের মত করে
আক্ষেপ নেই কারণ চাইলেও এখন এক সাথে
সব উপভোগ করা সম্ভব নয়
হয়তো ভালোবেসে অভিমানে বলে ফেলেছি
এমন তো কথা ছিলো না মৃন্ময়ী।