পৃথিবীর সব দুঃখ আমি বুকে পুষে রাখি।
আমার হৃদপিন্ড টাঙিয়ে দিয়েছি উদ্ধত সঙ্গীনের মুখে, মানবতার জয়গান গেয়ে যাব, দুঃখ জয়ী
আমি, হিংস্র শ্বাপদের কুটিল থাবার নীচে চির শান্তির ফুল ফোটাব, তাড়াব অশুভ অন্ধকার,
কারন আমার নির্ভীক চেতনা সত্য ও সুন্দর অবিনাশী উজ্জ্বল সূর্য।
আমার দু’চোখে তামাম দুনিয়ার বেদনা- অশ্রুধারা-
রক্তাক্ত হৃদয়ে সাজিয়ে রেখেছি সিরাজ ও সিজারের প্রতিকৃতি,
বেদনাবিধূর হৃদয়ে সাজিয়ে রেখেছি পরম মমতায়, বিষ পানরত সক্রেটিস, দেবতাদ্রোহী প্রমিথিউস, ক্রুশবিদ্ধ যীশুর বেদনার্ত মুখাবয়ব,
রক্তাক্ত বুকের লাল ক্যানভাসে রক্তের তুলিতে এঁকেছি মানবতার ফেরিওয়ালা মোহাম্মদের বেদনার্ত দুঃখ জয়ী প্রতিচ্ছবি।
যারা অস্ত্রের মুখে রক্তাক্ত ছিন্নভিন্ন লাশ হয়,
যারা উদ্বাস্তু নিরাশ্রয়, যারা ডানা ভাঙা আহত ভগ্ন
হৃদয়,
তাদের বুকভাঙা বিলাপ, করুন ক্রন্দন ও অঝোর অশ্রুতে
বুকের গহীনে, কষ্টের শব্দ-শেকড়ে গড়েছি দুঃখ- নিবাস-
অশ্র-নদীর নিঝুম চরে এক বিষাদ দুঃখী নগর,
সকল দুঃখী মানুষের নিরাপদ ভালোবাসার আশ্রয়।