তুমি আমার কল্পনাতেই ঘাসফুল হয়ে ছিলে
আমি ছিলেম তোমার মিষ্টি প্রজাপতি।
যেদিন তুমি বাস্তবিকই আমার জীবনে এলে
আমি সাদরে গ্রহণ করেছি তোমায়
এক পশলা বৃষ্টির মতো
পাহাড়ের সবু্জাভ অপার সৌন্দর্যের মতো
আকাশের ঐ নীলের মতো
এমনকী নদীর তীর ঘেষে ছোটা দুরন্ত কিশোরের মতো।
তোমার ঐশ্বরিক স্পর্শে আমিও হয়ে গেলাম ভিরু কিশোরী,
আমার হৃদয়ের কোথাও না কোথাও তুমি ছিলে
প্রতিবাদী এক প্রিয়তম হয়ে
হোক সেটা মানুষের মৌলিক অধিকার আদায়ের মিছিলে
নয়তো ভালোবাসা আদায়ের অধিকারের মিছিলে।
কল্পনার মুখের সাথে মিলিয়ে দেখি এটাতো তুমিই ছিলে
ওগো প্রিয় তুমিই ছিলে।