যুগ যুগ ধরে ধারণ করা কতই না চিত্র,
সংরক্ষিত আছে এখনো হার্ডডিস্কের ভিতর।
স্মৃতির পাতায় জমে আছে শত শত ইতিহাস,
কখনো হাসি, কখনো কান্না… কখনো ভালোবাসার বিশ্বাস।
পুরোনো ছবির ফোল্ডারে রংহীন কিছু গল্প,
ভাষাহীন কিছু দৃশ্য, সময়ের গোপন পর্ব।
আজও চোখে পড়ে মুখোশের নতুন খেলা,
কে আপন, কে পর… বোঝা দায় এই মেলা।
আমি বিস্মিত… এই পরিবর্তনের অভিনয় দেখে,
শুধু মুখোশই বদলায়…
কিন্তু মন-মানসিকতার পরিবর্তন ঘটায় না কেহ্।
চিন্তায় মগ্ন কেনো স্বভাবের পরিবর্তন আসে না কারো মাঝে?
বছর গড়ায়ে বছর… যুগ পেরিয়ে শতাব্দীর মাঝে।
চেনা মুখেরা মুখোশ পরে…
স্বার্থের মোহে বদলায় চরিত্রের ছায়া,
তবুও ভালোবাসার মানুষ খুঁজে ফেরি,
একটুখানি সত্যিকারের ছায়া।
স্মৃতির এই হার্ডডিস্ক,
কখনো মুছে যায় না…
সত্য-মিথ্যার খেলার মাঝে,
আমি শুধু দাঁড়িয়ে থাকি…
একজন দর্শক হয়ে…
একজন প্রশ্নবিদ্ধ মানুষ হয়ে…
স্বভাবের পরিবর্তনের আশায়…
অবাক বিস্ময়ে!