মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড় জল থই থই থই
মেঘের ভেলায় চড়ে দ্যাখো বর্ষা এলো অই!
ঝম ঝম ঝম ঝমঝমিয়ে বৃষ্টি ঝরে যায়
হিম হিম হিম শীতল পরশ ছুঁয়ায় মৃদু বায়!
আয় আয় আয় আয়রে তোরা আয়রে যাবি চল
মাখতে গায়ে সবাই মিলে এই আষাঢ়ের জল।
চায় চায় চায় মনটা আমার ফিরতে সোনার গাঁয়
আষাঢ় এলেই হাতছানীতে ডাকে সে আমায়।