বর্ষা হাতছানি দেয় মেঘের জলপট্টি খুলে
বর্ষিত হয় সুখ ফোয়ারা স্নিগ্ধ পরশ,
দৃষ্টি নন্দিত ছলাৎ ছলাৎ ঢেউয়ে জেগে ওঠে
কুমারী হয় শাল পিয়ালের মউল অঙ্গ।
পল্লবীর চোখের কোণে ডার্ক সার্কেলগুলো
নিমিষেই হারিয়ে যায় বাতাসের সাথে,
বর্ষা যেন বিশাল পার্লারের বহর নিয়ে আসে
জাদুর হাতের ছোঁয়ায় নব সজ্জিত।
রূপসীর ঝলমলে রূপের ফাগুনে ইচ্ছে জাগে
সঙ্গিনী হয় রাতের, ছুঁয়ে যাক রাতের বৃষ্টি,
এমনি বাদল ধারায় অজান্তেই ভাবনার চাদরে
আলপনায় শুধু ভেসে ওঠে ষোড়শী বর্ষা।