ঝড় আসছে তেড়ে ওই।
আকাশ আঁকছে মেঘের ছবি।
দেখছে খুকু জানালা দিয়ে
ভয় পেয়ে ডাকছে মা কই।
মা বলছে ভয় পেয়ো না খুকু
ঝড় এখনই যাবে থেমে।
মায়ের বুকে জড়সড়ো।
ঝড়ো হাওয়ায় ভাঙছে গাছ।
ভাঙছে মানুষের কাঁচা ঘর।
ভয়ে কাঁপছে পাখির বুক।
গাছ ছেড়ে চলছে দূর।
ভাঙছে নদীর দুই কুল,
উতাল পাতাল ঘোলা জল।
ভয়ে কাঁপছে খুকুর বুক।
গাছ ছেড়ে পাখি যাচ্ছে উড়ে।
কালো মেঘে আকাশ ঢাকা।
মেয়েদের গর্জন গুড়ুম গুড়ুম,
বিদ্যুৎ চমকায় রংধনুর।
আষাঢ় মাস করছে জুলুম,
মানুষ হাতের পুতুল।