হজ্জ গাইডলাইন ও ফেয়ার ২০২৬

সুপ্রভাত সিডনি রিপোর্ট: কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড-এর সৌজন্যে সিডনি ও মেলবোর্নে বিশেষ হজ্জ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিডনিতে ২২, ২৩ ও ২৪ আগস্ট এবং মেলবোর্নে ২৯, ৩০ ও ৩১ আগস্ট বাংলাদেশি কমিউনিটির সম্মানার্থে এ আয়োজন করা হবে।

অনুষ্ঠানে থাকছে—

* বিশেষ হজ্জ অফার

* উপহার সামগ্রী

* আপ্যায়ন

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📞 সিডনি : ইমাম মোহাম্মদ আবু হোরায়রা: 0404 936 792
📞 মেলবোর্ন : 0480 734 098

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *