সুপ্রভাত সিডনি রিপোর্ট: ১০ আগস্ট ২০২৫ রবিবার সন্ধ্যায় সিডনির লাকেম্বার প্যারী পার্কের হলে চব্বিশের জুলাই অভ্যুত্থানের শহীদ স্মরণ অনুষ্ঠান “রক্তাক্ত জুলাই ভুলি নাই” অনুষ্ঠিত হয়। শতাধিক বাংলাদেশীর উপস্থিতিতে জাতীয় সংগীত, কুরআন তিলাওয়াত, সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা হয়।
সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, জুলাই আর্কাইভের তথ্যচিত্র, সমবেত সংগীত, শিশুদের আঁকাআঁকি ও কুইজ প্রতিযোগিতা ছিল বিশেষ আকর্ষণ। প্রধান অতিথি আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জাকি ওমর স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন।
বক্তব্য রাখেন ক্যাম্পবেল টাউন সিটি কাউন্সিলর মাসুদ খলিল, বেলিন্ডা মেসন, সালওয়া শামস, ড. মোহাম্মদ ইউসুফ, এবং অনলাইনে এনসিপি নেতৃবৃন্দ এহতেশাম হক ও রাফে সালমান রিফাত। অতিথিদের স্বাগত জানান মোশতাক আহমেদ।