সুপ্রভাত সিডনী রিপোর্টঃ আগামী ৬ সেপ্টেম্বর শনিবার বৃহত্তর সিডনীর মিন্টুতে অবস্থিত অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার একটি নিবন্ধিত, অলাভজনক, স্বতন্ত্র ও অরাজনৈতিক দাতব্য সংস্থা, যা অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের সেবা দিয়ে আসছে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি কার্যালয়সহ অন্যান্য সুবিধা নিয়ে ১৩-১৭ ইগলভিউ রোডে অবস্থিত পাঁচ একর জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে।AMWC-এর মূল লক্ষ্য হলো মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি শক্তিশালী অস্ট্রেলিয়ান মুসলিম সংস্কৃতি গড়ে তোলা। এজন্য তারা একটি পূর্ণাঙ্গ ইসলামী কমিউনিটি হাব প্রতিষ্ঠা করেছে, যেখানে ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণ ও যোগাযোগ বৃদ্ধি পায়।
প্রতি দুই বছর অন্তর অন্তর এই প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হয়। এইবার রায়হান-ফরহাদ প্যানেলর নেতৃত্বে নতুন ও প্রবীণের চমৎকার সমন্বয়ে একটি চৌকস টীম ভোটারদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
তাদের প্রতিশ্রুতি:
আজকের ঐক্য, আগামীর ক্ষমতায়ন
১.ইনশাআল্লাহ আমরা AMWC-এর প্রাঙ্গণে আমাদের স্বপ্নের মসজিদ নির্মাণ করব আমাদের প্রিয় কমিউনিটির সহায়তায় এবং ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একযোগে কাজ করে যেকোনো চ্যালেঞ্জ অতিক্রম করব।
২.আমরা প্রতিশ্রুতি দিচ্ছি বর্তমান ইসলামী শিক্ষা কর্মসূচি ও কার্যক্রমের ধারাবাহিক সমর্থন দেওয়ার জন্য। ইনশাআল্লাহ, আমরাপ্রোগ্রামগুলো সম্প্রসারিত করব যাতে পুরো কমিউনিটি, বিশেষ করে আমাদের বোন ও শিশুদের জন্য, AMWC প্রকৃত আশ্রয়স্থল এবং ঘরের বাইরে একটি নিরাপদ স্থান হয়ে ওঠে।
৩.আমরা সক্রিয়ভাবে তরুণ নেতৃত্বকে উৎসাহিত ও ক্ষমতায়ন করব যাতে তারা AMWC-এর ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারে।
৪.আমরা গঠনতান্ত্রিক সংশোধনী প্রবর্তন করব যাতে নিশ্চিত করা যায়:
- সভাপতি এবং সাধারণ সম্পাদক-এর পদ একই ব্যক্তি একটানা দুই মেয়াদের বেশি পালন করতে পারবেন না, এবং কেউই তিন মেয়াদের বেশি সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।
- সদ্য পদত্যাগকারী সভাপতি ও সাধারণ সম্পাদক স্বয়ংক্রিয়ভাবে নবনির্বাচিত নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত হবেন যাতে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানো যায়।
একটি উদ্যমী, ধর্মপ্রাণ তরুণদের দল এই টীমে আছে — যারা আন্তরিকতা ও উৎকর্ষের ভিত্তিতে নিজ নিজ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে এবং যাদের প্রতি AMWC-এর সকল প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সর্বসম্মত সমর্থন রয়েছে বলে জানা যায়।
এই উদ্যোগকে কমিউনিটির অনেকেই স্বাগত জানিয়েছেন এবং ইতিমধ্যে রায়হান – ফরহাদ প্যানেল সর্বস্তরের মানুষের সমর্থন ও সহযোগিতা পেয়েছে। তাদের স্লোগান হচ্ছেঃ Uniting Today and Empowering Tomorrow. যদি এই নতুন নেতৃত্ব আগামী দুই বছরের জন্য AMWC পরিচালনার দায়িত্ব পায়, তাহলে সিডনীতে বসবাসকারী বাংলাদেশী মুসলিম কমিউনিটি অত্যন্ত উপকৃত হবে। নীচে নির্বাচনে রায়হান করিম ও ফরহাদ ইসলাম প্যানেলের প্রার্থীদের নামের তালিকা দেয়া হইলঃ
সভাপতি – রায়হান করিম
জেনারেল সেক্রেটারি – ফরহাদ ইসলাম
অন্যান্য পদে আছেনঃ আহসানুল হক, এএইচএম তৌহিদুল মোরশেদ, রাগীব আহমেদ, মোঃ শাহীদ উল্লাহ ভুঁইয়া, আমীর আলী ভুঁইয়া, আবুল হোসাইন সরকার, ডঃ শফিকুর রহমান, মোঃ শাহিনুল ইসলাম প্লাবন, মোঃ মনির হোসাইন, মোঃ আজিজুর রহমান আরজু, ডঃ খাইরুল চৌধুরী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ দিদারুল ইসলাম, আহমেদ সাকিব শাফি, আবুল ফজল মোঃ ইকবাল।