সুপ্রভাত সিডনি রিপোর্ট : আদর্শ মানুষ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও নিজস্ব কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান গত ২০ আগস্ট ২০২৫, বিকাল ৫.৩০ মিনিটে যশোরের বসুন্দিয়ায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা এ্যাড. নুরুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংস্থার উপদেষ্টামণ্ডলী- ডা. মাছুম আলী, মো. আশরাফুল হক নিপু, ফারুক মোড়ল।
সংগঠনের চেয়ারম্যান- আহমদ রাজু-এর সভাপতিত্বে অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান- সৈয়দ আলী আশরাফ, জেনারেল সেক্রেটারি- মো. আরমান পারভেজ, অর্থ সম্পাদক- মো. আ. করিম, সাংগঠনিক সম্পাদক- মো. নজরুল ইসলাম।
অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা মো. মশিয়ার রহমান। অনুষ্ঠানে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন- মো. সাইফুল আলম, সৈয়দ এজাজ আহমেদ, এম এম জাহিদুল ইসলাম, মহিউদ্দিন মোল্যা (মুক্ত), মো. আনিছুজ্জামান সোহেল, মোছা. মুক্তা খাতুন, আনিছুর রহমান নয়ন, পবিত্র সেন, মো. তুহিন হোসেন, মোছা. রিক্তা খাতুন, মো. আলামিন, মো. মামুন হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন- হাফেজ আকতারুল ইসলাম আশিক। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন- সংস্থার শিক্ষা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক- মো. মেহেদী হাসান।
অনুষ্ঠান শেষে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও চাল বিতরণ করা হয়।