বহু প্রতিক্ষিত নির্বাচন: বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া

সুপ্রভাত সিডনি রিপোর্ট: ১৯৭১ এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সমর্থনের দৃঢ় প্রত্যয়ে প্রশান্ত পাড়ে গড়ে উঠা বাংলাদেশীদের প্রানপ্রিয় অরাজনৈতিক ও ধর্মনিরপেক্ষ একমাত্র সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া। দীর্ঘ দুই যুগেরও বেশী সময় ধরে মুখ থুবরে পড়ে থাকা সংগঠনটিকে পুনর্গঠনের লক্ষ্য নিয়ে জুলাই প্রথম সপ্তাহে সর্বজনবিদিত এক কমিউনিটি সভায় সর্বসম্মতিক্রমে মনিরুল হক জর্জ ও আলমগীর ইসলাম বাবুকে যথাক্রমে আহ্বায়ক ও সদস্য-সচিব করে এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

উক্ত সভার সূত্র ধরে সদস্য সংগ্রহ ও খসড়া সংবিধান প্রনয়ন ও অন্যান্য সাংগঠনিক কর্মকান্ড সম্পন্ন করা হলে গত রোববার ৩১শে আগস্ট ২০২৫ তারিখে ঈংগেলবার্নস্থ স্থানীয় এক রেস্টুরেন্টে এক বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মনিরুল হক জর্জ। সভার শুরুতে তিনি উপস্থিত সকল সদস্যকে প্রানপ্রিয় সংগঠনটিকে পুনর্গঠনে এগিয়ে আসা ও সব ধরনের সহযোগিতার জন্যে ধন্যবাদ জানান। সদস্য সচিব আলমগীর ইসলাম সভার কর্মসূচি তুলে ধরে জানান যে সভা চলাকালিন সময় পর্যন্ত সংগঠনের সদস্য সংখ্যা ১৭৫ ছাড়িয়েছে এবং সদস্য সংগ্রহ একটি চলমান প্রক্রিয়া। তিনি সকল অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের সমাজসেবী এই সংগঠনের সদস্য হবার অনুরোধ জানান।

সভায় এজেন্ডা ভিত্তিক বিষয়ের উপর উপস্থিত সদস্যদের প্রানবন্ত আলোচনায় স্বতস্ফুর্ত অংশগ্রহন ছিলো লক্ষনীয়। সভায় প্রস্তাবিত ও সংশোধিত সংবিধান, আগামী ১৯শে অক্টোবর, ২০২৫ তারিখে দ্বিবার্ষিক সাধারন সভা ও নির্বাহী কাউন্সিল নির্বাচন অনুষ্ঠান, ৩১শে আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত সদস্য তালিকা মোতাবেক ভোটার তালিকা প্রনয়ন এবং আহ্বায়ক কমিটিকে নির্বাচন কমিশন গঠনের ক্ষমতা প্রদান সর্বসম্মতিতে অনুমোদন করা হয়।

সভায় বক্তারা সংগঠনটিকে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বিশেষ করে নতুন অভিবাসী শিক্ষার্থী ও অন্যান্য অভিবাসীদের সাহায্যে কল্যাণমূলক কাজ করার উপর জোর দেন। সভায় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে সংগঠনের সাবেক সভাপতি গামা আব্দুল কাদির, সাবেক সাধারন সম্পাদক ড. সিরাজুল হক, কায়সার আহমেদ, মো: শফিকুল আলম, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর আশিক রহমান এ্যাশ, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, লিয়াকত আলী লিটন মাঝি, সাংবাদিক আব্দুল মতিন, শাহাদাত হোসেন, মোবারক হোসেন, রুহুল আহমেদ সওদাগর, হোসেন আরজু, বেল্লাল হোসেন ঢালী, এ.কে.এম.ফজলুল হক শফিক, মোস্তাফিজুর রহমান তালুকদার, গণেশ ভৌমিক, আবুল হাসান, কামাল পাশা, সেলিমা বেগম, শাহাদাত হোসেন, পুরবী পারমিতা বোস, মাকসুদুর রহমান চেšধুরী সুমন, হাজী দেলোয়ার সরকার, সাজ্জাদ সিদ্দিক, কিশোয়ার আক্তার, আভা ইসলাম, তৌহিদুল ইসলাম, মাহফুজুল হক চৌধুরী খসরু, তৌহিদুল হক, ড. বি.এন.দুলাল, ইফতোরউদ্দিন ইফতু, জুঁই সেন পল প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *