রেমিয়ানস স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫: চতুর্থ বর্ষের প্রাণবন্ত মিলনমেলা  

সুপ্রভাত সিডনি রিপোর্ট: প্রবাসে থেকেও ঐক্য, ভ্রাতৃত্ব ও সুস্থ বিনোদনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রেমিয়ানস অস্ট্রেলিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫। ধারাবাহিকভাবে চতুর্থ বছরের মতো অনুষ্ঠিত এ মহোৎসবটি শুরু হয়েছিল ২ আগস্ট এবং সমাপ্ত হয় ৮ অক্টোবর ২০২৫, এক রোমাঞ্চকর ফুটবল ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

দীর্ঘ দুই মাসব্যাপী এই ক্রীড়া উৎসবে অনুষ্ঠিত হয় নানা জনপ্রিয় প্রতিযোগিতা, ক্যারম, লুডু, ডার্ট, দাবা, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট ও ফুটবল। প্রতিটি খেলায় অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা, মনোযোগ ও স্পোর্টসম্যানশিপের দৃষ্টান্ত স্থাপন করেছেন। খেলার মাঠে প্রতিযোগিতা যেমন ছিল তীব্র, তেমনি ছিল বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার চমৎকার সমন্বয়। দর্শক ও অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় আনন্দঘন উৎসবে।

শুধু খেলাধুলাই নয়, এই স্পোর্টস ফেস্টিভ্যাল ছিল এক সত্যিকারের পারিবারিক মিলনমেলা। রেমিয়ান সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবার ও শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে রঙিন ও উচ্ছ্বাসমুখর। শিশুরা খেলায় মেতে ওঠে, আর বড়রা পায় পুরনো দিনের স্মৃতি রোমন্থন ও একে অপরের সঙ্গে সময় কাটানোর অনন্য সুযোগ। এতে প্রবাসে থেকেও রেমিয়ান পরিবারের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়েছে।

রেমিয়ানস অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা আগামী বছরগুলোতেও আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চায়। তাদের বিশ্বাস, খেলাধুলা কেবল শরীরচর্চার মাধ্যম নয়, বরং এটি ঐক্য, ভ্রাতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের অন্যতম অনুশীলন ক্ষেত্র।

প্রবাসের মাটিতে এমন সুন্দর উদ্যোগ রেমিয়ান কমিউনিটির ঐক্যের প্রতীক হয়ে উঠেছে—যেখানে খেলার ছলে গড়ে উঠছে বন্ধুত্ব, সহযোগিতা এবং আনন্দের এক উজ্জ্বল সংস্কৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *