সুপ্রভাত সিডনি রিপোর্ট: ৮ নভেম্বর ২০২৫ শনিবার সিডনির ইনগলবার্নের Greg Percival Community Centre-এ অনুষ্ঠিত হয় রেমিয়ানস অস্ট্রেলিয়া রিইউনিয়ন ২০২৫। সকাল থেকেই প্রাক্তন রেমিয়ান ও তাঁদের পরিবারের পদচারণায় মুখরিত ছিল অনুষ্ঠানস্থল। হাসি, গল্প আর স্মৃতিচারণায় ভরে ওঠে অডিটোরিয়াম।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও দেশ-স্বীকৃতির মাধ্যমে, এরপর বাজানো হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শহীদ ছাত্র ফারহান ফাইয়াজসহ সকল শহীদের স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা।
সভাপতি ডা. মোহাম্মদ শাহরিয়ার স্বাগত বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান। প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আলী সংগঠনের সূচনালগ্নের স্মৃতি ও প্রথম শিক্ষাবৃত্তি কর্মসূচির কথা তুলে ধরেন। পরে দু’জন মিলে উন্মোচন করেন বার্ষিক ম্যাগাজিন “সন্দীপ্ত”।
ট্রেজারার আবু বকর সিদ্দিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং সাধারণ সম্পাদক শেখ শুভ বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করেন। পরে সিনিয়র রেমিয়ানদের হাতে স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫-এর বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
সাংস্কৃতিক পর্বে রেমিয়ান পরিবারদের গান, নৃত্য ও আবৃত্তি মুগ্ধ করে সবাইকে। শিশুদের প্রিয় স্পাইডারম্যান শো ছিল বিশেষ আকর্ষণ। সন্ধ্যায় সিডনির জনপ্রিয় ব্যান্ড “ধূমকেতু” পরিবেশনা করে সবাইকে মাতিয়ে তোলে।
উচ্ছ্বাস, স্মৃতি আর বন্ধুত্বের উষ্ণতায় রেমিয়ানস অস্ট্রেলিয়া রিইউনিয়ন ২০২৫ পরিণত হয় এক স্মরণীয় প্রবাসী মিলনমেলায়।