
গিরগিটিতে আজন্মেরই ভয়!
গা ঘিনঘিন করা শরীরে রং বদলানো
এবং চোখের গভীরের
ভয়ংকর দৃষ্টি দেখতে হবে বলে
পুকুর পাড়ের ঝোপঝাড়ের ওপাশটা
মাড়ানোই হতো না।
অথচ, গিরগিটিদের সাথেই
যেন এখন নিত্য চলাচল!
যাপিত সময়ের উপলব্ধি বলে-
এখনকার গিরগিটিরা শৈশব, কৈশোর
কিংবা যৌবনে দেখা গিরগিটির চেয়ে
অধিক মাত্রায় বিষাক্ত ও ভয়ংকর হয়।
রূঢ় হলেও এটাই নিরেট সত্যি…
বর্তমানে মানুষের মধ্যে প্রকৃত মানুষ নয়,
বরং মানুষরূপী বিষাক্ত গিরগিটির
সংখ্যাই পরিমাণে অনেক বেশি।