
বিজয় আমার বিজয় তোমার
বিজয়ের বলি ছড়া,
আমার ভাইয়ের রক্তে রাঙানো
বিজয় দিনটি গড়া।
বিজয়ের দিনে উল্লাস করি
আনন্দ করি সবে,
লাল সবুজের দেশটা সবার
থাকবো মিলে তবে।
যাদের জন্য বিজয় এলো
তারা আমাদের ভাই,
হিন্দু-মুসলিম একই সাথে
পাঠশালাতে যাই।
বিজয় এলো স্বাধীন হলাম
আত্মত্যাগের টুকু,
বাংলা বিজয়ের পতাকাটা
উড়াবে খোকা-খুকু।