অবিসংবাদিত চিন্তারা বুক পকেটে অলস পড়ে থাকে
পৃথিবীর আলপথে ঘুরে হয়রান মুক্তির মশাল মিছিল
লুট হওয়া স্বপ্ন জলডাঙা খেলে আমাদের মাথার উপর
হাতবদল হওয়া সকাল আলো ছাড়া কিছুই দিতে পারে নি
না সোনালি কিরণ আর না কোন প্রতিশ্রুতির রাজপ্রাসাদ
কেবলই উচ্চাকাঙ্খী হৃদয়ের বাঁধ উপচানো অভিলাষ।
ঠিক কতটা পুড়লে সোনা হওয়া যায়? ঝলসানো রোদে
পুড়ে যাওয়া মাটি বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনে
মানুষের হাহাকার বাসা বাঁধে গাছের ডাল ও লোকালয়ে।