স্বাধীনতা তুমি রক্তে লেখা
কৃষ্ণচূড়ার ফুল,
স্বাধীনতা তুমি রক্তে কেনা
বিজয়ের মুকুল।
স্বাধীনতা তুমি রক্তে লেখা
বাংলা মায়ের মুখ,
স্বাধীনতা তুমি রক্তে কেনা
আমার মায়ের সুখ।
স্বাধীনতা তুমি রক্তে লেখা
মুক্তিযোদ্ধাদের নাম,
স্বাধীনতা তুমি রক্তে কেনা
বীর ভাইদের দাম।
স্বাধীনতা তুমি রক্তে লেখা
৩০ লক্ষ শহীদের,
স্বাধীনতা তুমি রক্তে কেনা
বাংলা ও মাটিদের।
স্বাধীনতা তুমি রক্তে লেখা
নির্মম অত্যাচার,
স্বাধীনতা তুমি রক্তে কেনা
অধিকার বিচার।
স্বাধীনতা তুমি রক্তে লেখা
২৫ শে কালো রাত,
স্বাধীনতা তুমি রক্তে কেনা
রুখে দাঁড়ানোর হাত।
স্বাধীনতা তুমি রক্তে লেখা
গণহত্যার ওই কথা,
স্বাধীনতা তুমি রক্তে কেনা
ভাইয়ে শোকে ব্যাথা।