কবিগুরু রবি ঠাকুর
বাঙালি এক কবি,
হদয় মাঝে এঁকেছিলেন
দুই বাংলারই ছবি।
দুই বাংলাকে ভালোবেসে
লিখেছেন মধুর গান,
যতোই শুনি কাছে টানে
মন করে আনচান।
লিখেছেন কতো গল্প কবিতা
শিশু কিশোর ছড়া,
মুখের ভাষায় ছড়িয়ে গেছে
সুবিশাল এই ধরা।
কাব্যকথায় রবি ছিলেন
সুভাস ছড়ানো ফুল,
বিশ্ব বুকে হাজারো কবি
নেই তাঁর সমতূল।