একেকটি বছর যেন জীবন খাতার
একেকটি পাতা
আশি কিংবা নব্বই পাতায় গড়া জীবন খাতা।
আপন প্রচ্ছদের ভেতরে বন্দি জীবন
আর একটি নতুন পাতা নিয়ে এলো ১৪৩২ সন।
একেকটি বছর চলে যাওয়ার অর্থ
জীবন খাতার একেকটি পাতা ছিঁড়ে যাওয়া নয়
বরং জীবন খাতা একটি পাতা যুক্ত হওয়া।
বাংলা নববর্ষের এই শুভ ক্ষণে
জীবন খাতায় যুক্ত হলো যে নতুন পাতা
তার পুরো পৃষ্ঠা জুড়ে লিখা হোক
সম্ভাবনার নতুন শ্লোক।
শুভ হোক জীবনের এ হালখাতা
সুখ শান্তিতে ভরে যাক এ নতুন পাতা।