আষাঢ়ে বৃষ্টি: আক্তার বিন আমির আহমদ

আষাঢ়ের বৃষ্টিতে

কোলাব্যাঙ ডাকে,

ডোরাকাটা ফুল ফোটে

কদমের শাখে।

রিমঝিম বৃষ্টি যে

সারাদিন ঝরে

অবসর কেটে যায়

একা-একা ঘরে।

খাল-বিলে খেলা করে

নানাজাত মাছ,

সজীবতা ফিরে পায়

তরুলতা গাছ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *