এলো আবার বর্ষা
ভাসে গ্রাম শহর,
জীবন যেন নদী
বারি হলো নগর।
বানে ভাসে গরীব
যায় যেনো প্রাণ,
কাজ পায়না ওরা
মিলছেনাগো ত্রাণ।
উপভোগ করছে কেউবা
কারো ভাসছে আশা,
নাইযে পেটে খাবার
কোথায় আপন বাসা?
জীবন যেন মরিচীকা
বড়লোক বুঝবে যে না,
বানের জলে স্বপ্ন ভাসে
ফুটপাতে তাকিয়ে দেখনা।
বন্যার জলে ফসল ভাসে
স্বপ্ন ভেঙে ক্ষয়,
সোনালী দিন আসবে তবু
প্রাণে জাগে ভয়।