ভর ঝুম বৃষ্টিতে জাম পাকছে-
ডাসা ডাসা বড় জাম
আবার পুতি জাম
বড় জাম গাছের নীচে শিশু কিশোর মেলা
আর পুতি জাম গাছের চলছে ডাল ভাঙা।
মধু মাসে চলছে হরেক ফলের মেলা
আম, জাম, কাঁঠাল, আমড়া, গাব, কলা।
ফলের বাজার মৌ মৌ গন্ধে ভরা
এমন ঘ্রানে ফরমালিন মেশায় কারা?
সন্ধ্যায় চলে জাম পেটানোর আওয়াজ
আমি কাটবো আম আর গাব আজ।