সবুজ ছোঁয়ায় ঘেরা চারিধার,
শান্তি ছড়ানো আমাদের গাঁও।
বিলের ধারে জোনাক জ্বলে,
সন্ধ্যা হলে প্রদীপ জ্বলে ঘরে।
মাঠের শেষে বাঁশের ঝাড়,
রাস্তার ধারে পুকুর পাড়।
সকাল সাজে পাখির গান,
মিষ্টি সুরে জুড়ায় মন প্রাণ।
গল্পে ফোটে কথার বোল,
উঠোন জুড়ে হাসির রোল।
চাঁদের আলোয় ঝিলমিল করে জল,
গ্রামের মায়া কাড়ে মন অবিরল।