গাজর, কুমড়ায় ভিটামিন এ
যতোই পারি খাবো,
মিষ্টি আলু, পালং শাকেও
এ ভিটামিন পাবো।
মাংস, ডিমে ভিটামিন বি
সাধ্যমতো খাবো,
শাকসবজিতেও বি আছে ভাই
বাড়িতে লাগাবো।
কমলা, লেবুয় ভিটামিন সি
খাবো বেশি করে,
পেয়ারাতেও সি ভিটামিন
কিনে রাখবো ঘরে।
সূর্যের আলোয় ভিটামিন ডি
দুধেও ডি আছে,
এই সমস্ত খাবার খেয়েই
জীবন সবার বাঁচে।