জলতরঙ্গের ঢেউ : মমতা মজুমদার

এমনও আষাঢ়ে,

বৃষ্টির ফোঁটায় আহ্লাদী প্রেমে কফির চুমুক দিয়ে

বসে থাকি হৃদয়ের সিংহাসনে তোমার নামটি জপে।

তুমি ছিলে, তুমি আছ, এক বুক নিঃশ্বাসের সবটুকু জুড়ে।

ভালোবাসা অফুরন্ত রয়েছে আজও হৃদয়ের কুটিরে।

পড়ন্ত বেলায় গোধূলির আকাশে মিশে থাক সে-ই

ঘুমকাতুরে বালকের বেশে!

দিন কেটে যায়, রাতের গহিনে এসো ঝুম বৃষ্টি হয়ে

ভিজে একাকার তোমার সোহাগমাখা ভালোবাসার

পরশ মেখে।

খুনসুটি আর আড্ডায় ছিলাম আমরা হাসি-আনন্দে।

অতঃপর,

মেঘের ভেলায় উড়ে চলি একদিন পৃথিবীর দূর-প্রান্তে।

কখনো দেখা হয় খানিকটা সময়ে এক পলকে

কখনো বা স্বপ্ন হয়ে হৃদয়ের চোখ দুটো মেলে;

ছুঁয়ে যাই আলতো করে, এঁকে যাই আলপনার রঙে।

সময় ফুরিয়ে যায় বেদনার নীল কাব্যের জলতরঙ্গে।

আষাঢ় শ্রাবণ বয়ে যায় আমার এই চক্ষু দুটি বেয়ে।

তুমি ছিলে, এখনো রয়েছ সবটুকু ভালোবাসা হয়ে

তোমার পৃথিবীতে শুধু আমি নেই;

সব মায়া ধুয়ে মুছে দিয়ে চলে গেলে ভবঘুরে হয়ে

তাতে কষ্ট নেই এতটুকু আমার এই মনে।

ক্ষণিকের জীবনে বারংবার ভেঙে যায় হৃদয়

দুঃখ করে আর বলো কি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *