কত দিনের কত কথা কত ক্ষণের স্মৃতি
কত দুঃখ কত সুখের কত না মন প্রীতি।
ক্ষণে ক্ষণে কাঁদায় আমায় দিনে বা রাতে
মনে হলেই মন খারাপ হয় না পেয়ে সাথে।
পাওয়া না পাওয়ার কথা কিংবা অভিমান
তোমার মুখে কখনো বা আমায় নিয়ে গান।
কবিতার খাতা তোমার প্রিয় কোনো বই
মনে হলেই বুকে চাপি হাতে তুলে লই।
তোমার দেয়া প্রিয় মুহূর্ত আসে না যে ফিরে
কত স্বপ্ন কত আশা শেষ হয়েছে অশ্রু ঘিরে।
তবু তোমায় খুব বেশি মনে পড়ে বারে বারে
আবার যদি আসতে তুমি ফিরে আমার ধারে।